Total Pageviews

Saturday, 19 January 2013

এপারচার 
ক্যামেরা আলো প্রবেশের দরজা কম বেশি করে ফিল্ম এক্সপোজার নিয়ন্ত্রণ করা হয় যাকে এপারচার বলা হয় , আলো নিয়ন্ত্রনের ক্ষেত্রে এপারচার ঠিক থাকলে ক্যামেরা অটোমেটিক ভাবে শাটার স্পিড এবং আলোর প্রতিফলন যাকে আই এস ও বলা হয় তা ঠিক করে , আপনি যদি পাকা ফটোগ্রাফার হন তবে হাতে করতে পারেন 

এপারচার এফ দ্বারা বুঝান হয়, এফ  ১ মানে হচ্ছে সব চেয়ে বেশি আলো ক্যামেরা পাবে আস্তে  আস্তে  ২, ৩ , ১৬ ইত্যাদি মানে হলো ১৬ দ্বারা সব চেয়ে কম আলো ক্যামেরা পাবে , যদি আলো  বেশি পড়ে তবে এক্সপোজার তাড়াতাড়ি হয় তাই ক্যামেরা শাটার দ্রুত খোলে এবং বন্ধ হয় , সোজা কথা হলো এফ ১৬ এর ক্ষেত্রে আলো কম হবে তাই শাটার দেরি করবে এবং দেরিতে বন্ধ হবে , মনে রাখতে হবে যে ফিল্ম যথোপযুক্ত হতে হবে , ডিজিটাল কামেরার ক্ষেত্রে সেন্সর ক্ষমতা বুঝে কাজ করতে হয় , প্রচুর প্রাকটিস আপনার ধারণা সুদ্ধ 

No comments:

Post a Comment